শেষ আপডেট: 17th February 2025 09:46
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে থেকে ভারতের হয়ে দালালি করার জন্য কিছু মানুষ এখনও অতিসক্রিয়। এই অভিযোগ এনে অবিলম্বে তাঁদের নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।
সম্প্রতি ৩৮ জনের নামের তালিকা সামনে আনা হয়েছে। যেখানে কাজী মামুন থেকে তসলিমা নাসরিন, শাহরিয়ার কবীর থেকে শুভ্র অধিকারী বা আসিফ মহিউদ্দিন থেকে মশিউর রহমান-সহ একাধিক গুরুত্বপূর্ণ নাম রয়েছে।
জঙ্গি সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ৩৮ জন অনলাইন ও অফলাইনে বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তাঁদের প্রতি জঙ্গিদের হুঁশিয়ারি, 'থামো বা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এই দেশ বখতিয়ার উদ্দিন খিলজি, ইশা খা, তিতুমীরের ভূমি এখানে থাকবে অন্যদিকে ভারতকে সাহায্য করবে তা বরদাস্ত করা হবে না'।
সংশ্লিষ্ট কবি-লেখকদের হিন্দুত্ববাদের আদর্শ ধারণকারী তকমা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, 'বাংলাদেশের বিজয় রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছেন, এদের চিনে রাখুন। বাংলাদেশের মুসলিম যুব সম্প্রদায়ের কাছে আর্জি যতক্ষণ না তাঁদের বিধান হবে ততদিন জিহাদ চলবে'।
গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। এখন সেই দেশে চলছে শান্তিতে নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আর তাঁর সরকারের আমলেই, সম্প্রতি জেল থেকে ছাড় পেয়েছে একের পর এক জঙ্গি নেতা। মাথাচাড়া দিয়ে একাধিক মৌলবাদী সংগঠন।