শেষ আপডেট: 17th September 2024 09:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় কবি প্রাবন্ধিক এবং অসাম্প্রদায়িক রাজনীতির ঝাণ্ডাধারী শাহরিয়ার কবিরকে এবার গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশ তাঁকে তাঁর রাজধানীর বাড়ি থেকে গ্রেফতার করে।
বাংলাদেশে মৌলবাদীদের বিরুদ্ধে জেরালো কণ্ঠস্বর কবির ভারতীয় উপমহাদেশ তো বটেই, গোটা বিশ্বেই পরিচিত নাম। একাধিক হত্যা মামলায় নাম থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।
কবির বাংলাদেশের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি্। শেখ হাসিনা সরকার ২০০৯-এ ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আল বদর, আল শামসের সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে। এই তিন সংগঠনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি লুটতরাজের অভিযোগ ছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তদের বিচারের দাবিতে দীর্ঘদিন লড়াই করে আসছিল। পরে হাসিনা ক্ষমতায় এসে ষড়যন্ত্রকারীদের আদালতের কাঠগড়ায় তোলে। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। সেই থেকে বাংলাদেশে হাসিনা সরকারের পাশাপাশি শাহরিয়ার কবিরের মত মানুষেরাও মৌলবাদীদের টার্গেট হয়ে যান।
কবিরের গ্রেপ্তারির খবরে বাংলাদেশের প্রথম সারির প্রগতিশীল কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন, জিয়াউর রহমান, হুসেন মহম্মদ এরশাদ, খালেদা জিয়ার জমানার মতো এবারও সুশীল সমাজকে নিশানা করা হবে।
ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় কয়েকশো কবি লেখক সাংবাদিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের মামলা। সোমবার খুনের মামলায় গ্রেফতার করা হয় দুই সম্পাদক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে।
রবিবার রাতে দেশের জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ। ৭৭ বছর বয়সি এই অভিনেতার বিরুদ্ধেও খুনের মামলা দেওয়া হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছে।
সোমবার গভীর রাতে গ্রেফতার হওয়া মৌলবাদীদের চক্ষুশূল শাহরিয়ার কবির ভারত - বাংলাদেশ সম্পর্কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে সংখ্যালঘুদের অবদান এবং পরবর্তী সময়ে তাদের উপর অত্যাচার-নিপীড়নের ঘটনা নিয়ে তাঁর তৈরি তথ্যচিত্র বিশ্বের নানা মহলে সমাদৃত হয়। তথ্যচিত্রে তিনি পাকিস্তানি সেনার সন্ত্রাসের ভয়াবহ দৃষ্টান্ত তুলে ধরেন। সেই তথ্যচিত্র পাকিস্তানকে আন্তর্জাতিক দুনিয়ায় অস্বস্তিতে ফেলে দেয়। এরফলেও বাংলাদেশে পাকিস্তানপন্থীদের কুনজরে ছিলেন এই প্রবীণ কবি, লেখক। যদিও নানা সময়ে তিনি হাসিনা সরকারের বিরুদ্ধেও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করার অভিযোগে সড়ক হয়েছিলেন।