ঢাকার মণ্ডপে প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা।
শেষ আপডেট: 12th October 2024 08:03
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে পুরান চাকার একটি পুজো মণ্ডপে দুষ্কৃতীরা পেট্টল বোমা ছুড়েছে। তাতে কেউ হতাহত না হলেও হামলাকারীদের ধরে ফেললে তারা ছুরি চালায়। তাতে পুজোর স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী মিলিয়ে পাঁচজন আহত হন।
হামলার ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার তাতীঁবাজার এলাকায় একটি পুরনো সর্বজনীন পুজোয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে পাশের গলি থেকে একদল তরুণ এসে পেট্রল বোমাটি ছড়েই পাশের গেট দিয়ে দৌড়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলা হলে ছুরির আঘাত করে পালায়। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ।
পুজো কমিটি এই ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পুলিশ প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনাটিকে একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এক করে দেখাচ্ছে। তারা তিন তরুকে মণ্ডপ এলাকা থেকে আটক করে। একজনের পকেটে একটি সোনার চেন পাওয়া গেছে।
পুজো কমিটির বক্তব্য দুটো ঘটনা আলাদা। পুলিশ আসলে প্রতিমার উপর পেট্রল বোমা নিক্ষেপের ঘটনাটিকে খাটো করে দেখাতে চাইছে।
তাতীঁবাজার পুজো কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ জানান, পেট্রল বোমাটিতে আগুন ধরে গেলেও সেটি ফাটেনি। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
ছুরিতে আহতরা হলেন ঝটু ধর, দীপ্ত দে, খোকন ধর, সাগর ঘোষ ও মহম্মদ রমিজ উদ্দিন। তাঁরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সবাই আশঙ্কামুক্ত বলে কোতোয়ালি থানার এসআই মহম্মদ লিটন জানিয়েছেন। ধৃত তিনজন গাইবান্ধার আকাশ, পটুয়াখালীর মহম্মদ হৃদয় ও নোয়াখালীর মহম্মদ জীবন। ধৃতরা দেশের তিনপ্রান্তের হওয়ায় মনে করা হচ্ছে কোনও গোপন সংগঠন তাদের হামলার কাজে নিয়োগ করেছিল।