শেষ আপডেট: 4th January 2025 08:51
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার আগামী মাসে ঢাকা সফরে যাচ্ছেন। ইসলামাবাদে তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২৫-এ তাঁর অন্যতম কর্মসূচি হল ঢাকা সফর। আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে তিনি ঢাকা যাবেন। দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও।
ইশহাক খানের বাংলাদেশ সফর অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানী খার ঢাকা সফর করেছিলেন। সেই সফরে সিদ্ধান্ত হয়েছিল ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবন তৈরি করা হবে। সেই কাজ এখনও শেষ হয়নি।
৫ অগস্ট শেখ হাসিনা সরকারে পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে বড় ধরনের পরিবর্তন এসেছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তার অন্যতম। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দুই দেশই ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছে। ঘটনাচক্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেই গত পাঁচ মাসে দু’বার বৈঠক হয়েছে ইউনুসের।
ইউনুস সরকারের পাঁচ মাসে সম্পর্কের উন্নতিতে নজিরবিহীন কিছু পদক্ষেপ করেছে দুই দেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম করাচি থেকে সরাসরি পাকিস্তানের পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে যাচ্ছে। এতদিন শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর হয়ে পণ্য আনা-নেওয়া হত। নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে দুই দেশই তাদের নাগগিকদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করে দিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, ভারতকে চাপে রাখার কৌশল হিসাবেই দ্রুত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ।
দারের ঢাকা সফর নিয়ে ইতিমধ্যে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহানের সঙ্গে সফরের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন।