শেষ আপডেট: 16th November 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় রিকশ চালালেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তবে রাজপথে নয়। লে মেরেডিয়ান হোটেলের ১৪ তলার লবিতে। স্ত্রীকে সেখানে রাখা রিকশয় চাপিয়ে বেশ কিছুক্ষণ নিজেই চালান।।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, স্ত্রীকে রিকশয় চাপিয়ে বললাম, বলো বেগম বলো কোথায় যাবে? লে মেরেডিয়ানের ১৪ তলায় রিকশ টানলাম। জীবিকা অর্জনের জন্য সব আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যিই খুব কঠিন। রিকশচালকদের গভীর শ্রদ্ধা। স্যালুট।’
সাত তারা হোটেলের ১৪/তলায় কেন রিকশ রাখা আছে? আসলে প্যাডেল রিকশ এবং নৌকা বাংলাদেশের জাতীয় পরিবহণ। এ বছরের গোড়ায় ঢাকার রিকশ ইউনিসেফের হেরিটেজ পরিবহণের স্বীকৃতি পেয়েছে। ওই রিকশর বৈশিষ্ট হল সেগুলি পাকিস্তানের ট্রাকের মতোই সুসজ্জিত। তাই ঢাকার ওই সাত তারা হোটেলে একটি সুসজ্জিত রিকশ রাখা আছে।
মনে করা হচ্ছে বাংলাদেশের মানুষের মন ছুঁতেই পাক হাই কমিশনার স্ত্রীকে বসিয়ে রিকশ চালিয়েছেন। এমনীতেই মারুফ এখন খোস মেজাজে আছেন। দু দিন আগে করাচি থেকে এই প্রথম কোনও পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। তাতে কী আছে তা নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশের জন্মের পর এই প্রথম পাকিস্তানের কোনও জাহাজ সরাসরি চট্টগ্রামে পৌঁছেছে। এতদিন পাক জাহাজ কলম্বো অথবা সিঙ্গাপুরে মাল নামিয়ে ফিরে যেত। সেখান থেকে পৌঁছাত চট্টগ্রামে। সরাসরি পাকিস্তানের জাহাজের চট্টগ্রামে নোঙর করার পিছনে মারুফের বড় ভূমিকা রয়েছে।
আসলে শেখ হাসিনার সরকারের পতনের পরই বাংলাদেশে পাক হাই কমিশন অতি সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। বাংলাদেশিদের নিখরচায় অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ব্যবস্থা করেছে ইসলামাবাদ। ঢাকায় ঘন ঘন নানা অনুষ্ঠানের আয়োজন করছে পাক দূতাবাস।