শেষ আপডেট: 15th February 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস শনিবার এক সরকারি বৈঠকে বলেছেন, দেশে, দেশের বাইরে সরকার বিরোধী প্রচার চালানো হচ্ছে। দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর কথায়, একটি পক্ষ এমনকী ট্রাম্পের (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) কাছেও গিয়েছিল। কিন্তু সুবিধা করতে পারেনি।
ইউনুস শনিবার ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পৌরহিত্য করেন। সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে এই কমিশন গঠন করেছেন তিনি। তিনিই কমিশনের চেয়ারম্যান।
শনিবার কমিশনের প্রথম বৈঠকে তিনি বলেন, সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। ছোট-বড়, মাঝারি ও ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনো দ্বিধা নেই।'
জল্পনা শুরু হয়েছে, একটি পক্ষ বলতে ইউনুস কাদের বুঝিয়েছেন। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই মন্তব্যের মধ্য দিয়ে ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সরকারিভাবে জানিয়েছেন ট্রাম্প মোদি বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের চলতি পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগজনক বলে ট্রাম্পকে জানিয়েছেন তিনি।
ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি আলোচনা হয় খুশি আওয়ামী লিগ। তারা মনে করছে মার্কিন প্রেসিডেন্ট এরপর বাংলাদেশে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বাংলাদেশ পরিস্থিতি দেখার ভার তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেওয়ায় ভারত সরকারও সত্যি বোধ করছে।
ইউনুস বিগত বেশ কিছুদিন যাবত অভিযোগ করে আসছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লিগ দেশের বিরুদ্ধে প্রচারে কোটি কোটি টাকা ঢালছে।
কূটনৈতিক ও রাজনৈতিক মহল মনে করছে, ইউনুস তার প্রতিক্রিয়ায় নাম না করে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে কটাক্ষ করেছেন।
ইউনুস বলেন, জনগণ ও রাজনৈতিক দল ছাড়াও আন্তর্জাতিকভাবে সরকারের পক্ষে সমর্থন গড়ে উঠেছে। সে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না। পদে পদে তারা ব্যাহত হচ্ছে। বহুবার প্ররোচনা করেও গল্প টেকাতে পারছে না তারা। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপপ্রচার চালাতে গিয়েও ব্যর্থ হয়েছে।