শেষ আপডেট: 5th September 2024 11:51
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের খুলনায় উৎসব মণ্ডল নামে বছর আঠারোর এক তরুণ পুলিশ ও সেনা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হয়েছে বলে অভিযোগ। বুধবার গভীর রাতে খুলনার সোনাডাঙা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানানো হয়েছে, খুলনা মেট্রোপলিটন পুলিশেরে ডেপুটি কমিশনার মহম্মদ তাজমুল ইসলামের অফিসে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও সেনার দাবি তারা চেষ্টা করেও হিংস্র জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি।
বাংলাদেশের জাগো নিউজ ২৪. কম জানিয়েছে, বিবাদের সুত্রপাত গত মঙ্গলবার। খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মণ্ডল ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলে অভিযোগ ওঠে। পরদিন এই তরুণ পাইভেট টিউটরের কাছে গেলে সেখানে সহপাঠীরা তাঁর পোস্ট নিয়ে আপত্তি তোলে। বাদ-বিবাদ চলতে থাকে। সেখানেই ঠিক হয়েছিল সন্ধ্যায় সকলে পুলিশের ডিসির কার্যালয়ে গিয়ে এই বিষয়ে কথা বলবে। তখনকার মতো বিষয়টি মিটে যায়।
সন্ধ্যায় ওই তরুণ ও তাঁর বাবা ডিসির কার্যালয়ে গেলে সেখানে বিপুল জনতা জড়ো হয়ে যায়। খবর পেয়ে সেনা ও নৌ-সেনার পুলিশও ডিসির অফিসে যায়। তারা জনতাকে আশ্বাস দেন, আদালতের বিচারের মুখোমুখি করা হবে ওই তরুণকে। পুলিশের দাবি, বেশি রাতে ওই তরুণকে সেনা ঘেরাটোপে থানায় নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা মারধর শুরু করে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে প্রথমে খবর পাওয়া গিয়েছিল ওই তরুণ মারা গিয়েছে। পরে প্রশাসন জানিয়েছে, গুরুতর আহত তরুণের হাসপাতালে চিকিৎসা চলছে।