শেষ আপডেট: 7th January 2025 21:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার রাত দশটায় লন্ডন রওনা হচ্ছেন। একটু আগে তিনি বিমানবন্দরের উদ্দশ্যে রওনা হয়েছেন। রাস্তায় বিএনপি-র কর্মী-সমর্থকেরা তাঁকে বিদায় শুভেচ্ছা জানান।
খালেদা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার মুখে মহম্মদ ইউনুসের সরকার জানিয়েছে, আর এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পার্সপোর্টটি বাতিল করা হয়েছে। হাসিনা ছাড়াও আরও ৯৫জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পাসপোর্ট বাতিল হওয়া ৯৬জনের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র, গুম খুন, অপহরণের মতো মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে হাসিনার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান ২৮ ফেব্রুয়ারির মধ্যে নয়া অভিযোগ নিয়ে পুলিশকে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, হাসিনা ভারতে চলে আসার কিছুদিনের মধ্যেই তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি অকেজো ঘোষণা করা হয়েছিল। পাসপোর্ট পুরোপুরি বাতিলের নির্দিষ্ট সময়সীমা পার করার পর সেটি স্থায়ীভাবে অকেজো ঘোষণা করেছে পররাষ্ট্রমন্ত্রকের ইমিগ্রেশন সেল।
পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনা কি ভারত থেকে অন্য কোনও দেশে যেতে পারবেন না? ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্টস নিয়ে তিনি বাংলাদেশ বাদে বিশ্বের যে কোনও দেশে যেতে পারবেন।
বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত ভারত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবের দাবি হয়তো সেই কারণেই ভারত সরকার হাসিনাকে ট্রাভেল ডক্যুমেন্টস ইস্যু করেছে। যদিও ট্রাভেল ডক্যুমেন্টস ইস্যু করার বিষয়ে ভারত সরকারের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।