ঢাকা সফরে মুজিবের স্মৃতির প্রতি মোদীর শ্রদ্ধাজ্ঞাপন। ফাইল ছবি।
শেষ আপডেট: 6th February 2025 23:19
দ্য ওয়াল ব্যুরো: শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিকে উন্মত্ত জনতার ভেঙে ফেলার ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলেছে মহম্মদ ইউনুস সরকার। তবে ঢাকার বিবৃতিতে ওই ঘটনার নিন্দা করা হয়নি।
অন্যদিকে, ভারত সরকার ঘটনার তীব্র নিন্দা করেছে। নয়া দিল্লির বিদেশ মন্ত্রকের তরফে শেখ মুজিবের বাড়িটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছে ওই বাড়িটি ছিল বাংলাদেশে দখলদারি এবং নিপীড়নের বিরুদ্ধে জনগণের সাহসী প্রতিরোধের একটি প্রতীক, যা বুধবার ধ্বংস করা হয়েছে।
তাৎপর্যপূর্ণ হল, শেখ হাসিনা বৃহস্পতিবার দলের উদ্দেশে দেওয়া ভাষণে মুজিবের বাড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বলেন, ওই বাড়ি থেকেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওই বাড়িতেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয় ভারত সরকারের প্রতিক্রিয়া হিসাবে বলা হয়, ভারত মনে করে, এটি দুঃখজনক যে, ৫ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন, যেটি ধ্বংস করা হয় সেটি বাংলাদেশে দখলদারি এবং নিপীড়নের বিরুদ্ধে জনগণের সাহসী প্রতিরোধের একটি প্রতীক ছিল।
যে সকল ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলা পরিচয় এবং গৌরবের ভিত্তিকে মূল্য দেন, তারা সকলেই জানেন যে এই বাসভবন বাংলাদেশের জাতীয় চেতনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ভাঙচুরের কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে নিন্দা করা উচিত।