শেষ আপডেট: 8th August 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: নোবেলজয়ী ডঃ মুহম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ, বৃহস্পতিবার বাংলাদেশে ফিরলেন। দুপুর ২টা ১০ মিনিটের কিছু পরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। আজ, বৃহস্পতিবার রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। এদিন ইউনুসকে স্বাগত জানান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে বক্তব্য দেন ইউনুস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজ নতুন বিজয় সৃষ্টি হল। তরুণসমাজ এটা সম্ভব করেছে। তাঁদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই। সেই সময় তাঁর পাশে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়। বক্তব্য শুরুর আগে তাঁরা ফুল দিয়ে স্বাগত জানান।
দেশের চলতি পরিস্থিতি নিয়ে ইউনুস বলেন, আমার ওপর আপনারা আস্থা রাখেন। কারও ওপর হামলা হবে না। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে প্রথম কাজ। কারও ওপর কোনও হামলা যাতে না হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, আমার ওপর আস্থা রাখুন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনও হামলা হবে না। মানুষ মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটা মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু।