নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুস, ফাইল চিত্র।
শেষ আপডেট: 11th February 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত তবে বিমস্টেকের (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন) পরবর্তী সম্মেলন। বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে আছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ওই সম্মেলনে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা যথাক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের।
বিমস্টেকের মহাসচিব ইন্দ্র মনি মঙ্গলবার ঢাকায় জানিয়েছেন, দুই নেতার মধ্যে আলাদা বৈঠকও হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও মোদী-ইউনুস বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন। ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর এই প্রথম মোদী ও তিনি মুখোমুখি হতে চলেছেন। দু’জনের বৈঠক হলে তখনই প্রথম একেবারে শীর্ষ পর্যায়ে শেখ হাসিনার প্রত্যার্পণ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের ইস্যুতে কথা হতে পারে। উঠতে পারে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির অভিযোগও।
বিমস্টেক সম্মেলনের আগে ওমানের রাজধানী মাস্কটে ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি ২০২৫)। সেখানে সম্মেলনের ফাঁকে আলাদা বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ওমানের ওই সম্মেলনের যৌথ আয়োজক ভারত। সেই কারণে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের উপরাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের মধ্যে আলোচনায় ঠিক হয়েছে তাঁরা ম্যাস্কটে আলাদা করে বসবেন।
ঢাকার পররাষ্ট্রমন্ত্রক সুত্রে দাবি করা হয়েছে ওই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ভারতের বিদেশ মন্ত্রীকে দু’দেশের সম্পর্কের টানাপোড়েন বন্ধে পদক্ষেপ করার আর্জি জানাবেন। ঢাকা মনে করে তা সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যপর্ণ অথবা দিল্লিতে তাঁকে মুখ বন্ধ রাখতে বলার মধ্য দিয়ে।
বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল গত বছর সেপ্টেম্বরে। তখন পিছিয়ে যায় থাইল্যান্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে। সেপ্টেম্বরেই নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে মোদী-ইউনুসের দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি প্রধানমন্ত্রী মোদী আগেই দেশে ফিরে আসায়। যদিও বিগত ছয়মাসে ইতিমধ্যে দু’বার বৈঠক হয়েছে তৌহিদ হোসেন ও জয়শঙ্করের।