শেষ আপডেট: 9th December 2024 09:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ফরেন অফিস কনসালটেশনের এই বৈঠক এমন সময় হতে যাচ্ছে যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে পড়েছে দু’পারের নাগরিকেরাও। পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে নয়াদিল্লি বিদেশ সচিবের সফর বাতিল না করলেও ঢাকার থেকে কাঙ্খিত সাড়া মিলছে না বলে মিস্রি দিল্লি ছাড়ার আগেই মনে করছে ভারতের বিদেশ মন্ত্রক।
বাংলাদেশে সংখ্যলঘুদের নিরাপত্তা ভারতের অগ্রাধিকার জানা সত্ত্বেও জেলবন্দি হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে রবিবার ফের একটি মামলা রুজু হয়েছে। এবার একটি খুনের মামলায় আরও ১৬৩জনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও ক’দিন আগেই সে দেশের আইন উপদেষ্টা দেদার মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বিচারকদের উচিত মামলা নেওয়ার আগে সেগুলির মেরিট যাচাই করা। ভুয়ো মামলা দেওয়া বন্ধ হোক।
মিস্রির সফর নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রবিবারই দ্য ওয়াল-কে টেলিফোনে বলেছেন, তাঁরা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। দু-দেশের সম্পর্কের টানাপোড়েন বন্ধে তা সহায়ক হবে বলে মনে করেন তিনি। ঢাকায় সাংবাদিক সম্মেলনেও একই কথা বলেছেন।
প্রসঙ্গত, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনও পদস্থ কর্তা ঢাকা সফর করছেন। যদিও এই সফরের বিষয়টি অনেক আগেই স্থির হয়ে আছে। ফরেন অফিস কনসালটেশনের বৈঠক এবার ঢাকায় হওয়ার কথা। গত বছর হয়েছিল দিল্লিতে।
কূটনৈতিক মহল মনে করছে, সফর বহাল রেখে ভারত ইতিবাচক বার্তা দিয়েছে। সোমবারের বৈঠকের পর বোঝা যাবে চলতি পরিস্থিতি স্বাভাবিক করতে দু-দেশের সরকার কী পদক্ষেপ করে। বৈঠকে দ্বিপাক্ষিক সব বিষয়ে কথা হবে। বাংলাদেশের তরফে শেখ হাসিনার বিষয়ে সরকারের মতামত বিদেশ সচিবকে জানানো হবে।
সূত্রের খবর, বাংলাদেশ এখনই হয়তো হাসিনাকে ফেরানোর বিষয়ে ততটা চাপ তৈরি করবে না। তাদের অগ্রাধিকার হাসিনার মুখ বন্ধ করা। রবিবারও ব্রিটেনের আওয়ামী লিগ কর্মী-সমর্থকদের সঙ্গে ভার্চুয়াল ভাষণে হাসিনা প্রধান উপদেষ্টা উপনুসকে খুনি, অর্থপাচারকারী বলে নিশানা করেন।