শেষ আপডেট: 6th February 2025 00:36
দ্য ওয়াল ব্যুরো: শুধু ঢাকা নয় প্রায় গোটা বাংলাদেশ জুড়েই শেখ মুজিবের মুর্তি ও ম্যুরাল এবং শেখ হাসিনার নাম লেখা ফলক ভাঙচুর করা চলছে। রাত ৮টা থেকে শুরু হয়েছে এই অভিযান। রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যাচ্ছে রাজশাহী রংপুর বিশ্ববিদ্যালয়ে মুজিবের নাম লেখা ভবন, তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের নাম ফলক, শেখ হাসিনা নাম লেখা ফলক- এগুলি সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
সর্বত্রই ক্রেন নিয়ে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া। মূলত, ছাত্ররাই হামলা করছে, ছাত্রীদের দেখা যাচ্ছে না। গভীর রাত পর্যন্ত এই অভিযান চলছে। এর আগেই জানানো হয়েছে, ঢাকায় ধানমণ্ডিতে ৩২ নম্বর বাড়ি যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি ভাঙা চলছে। বাড়ির একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে শেখ মুজিবের একটি ম্যুরাল ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িটি গত বছর ৫ অগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আক্রান্ত হয়েছিল, আবার ৫ ফেব্রুয়ারি নতুন করে হামলার শিকার হল।
এদিনই হাসিনা ভার্চুয়াল মাধ্যমে দলের উদ্দেশে ভাষণ দেন। রাত ৯টায় তিনি যখন ভাষণ শুরু করেন ঠিক তার আগেই এই ভবনগুলির ওপর আক্রমণ শুরু হয়। খুলনাতে হাসিনার কাকার বিশাল বাড়ি ভেঙে ফেলা হয়েছে। সেখানে খুলনা কর্পোরেশনের বুলডোজার নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা।
এদিন বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাৎ আবদুল্লা ঘোষণা করেছিলেন, ফ্যাসিবাদের কোনও চিহ্ন রাখা হবে না। দেখা যাচ্ছে যে তারপর এই হামলা শুরু হয়। রাতের দিকে আরও একাধিক জেলায় হামলা চলছে। চট্টোগ্রামের জামালখান এলাকাতে মুজিবের মূর্তি, হাসিনার নাম ফলক দেওয়া বিভিন্ন ভবন ভাঙার কাজ চলছে। রাত পর্যন্ত এই অভিযান চলছে। কোথাও পুলিশ বা সেনাকে বাধা দিতে দেখা য়ায়নি।
ফলে ক্যাম্পাসগুলি আন্দোলনকারী ছাত্রদের দখলে। তাঁদের বক্তব্য, হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তার প্রতিবাদেই তারা এভাবে ফ্যাসিবাদের নজির হিসেবে থাকা স্মারকগুলি ভাঙছেন। ধানমণ্ডিতে ৩২ নম্বর বাড়ি যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, যেখানে ১৯৭৫সালের ১৫ অগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেখানে আন্দোলনকারীদের বক্তব্য, এই বাড়িটাই বাংলাদেশের স্বৈরাচার এবং ফ্যাসিবাাদের আঁতুরঘর, তাই এই বাড়ি তারা ভেঙে ফেলছেন।