শেষ আপডেট: 3rd November 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের নাম বদল করা হল। এগুলি শেখ মুজিবুর রহমান, তাঁর বাবা শেখ লুৎফর রহমান, মা সায়েরা খাতুন, স্ত্রী ফজলেতুন্নেসা, ভাই শেখ আবু নাসের, ছেলে শেখ রাসেল, মেয়ে শেখ হাসিনার নামে ছিল। মেডিকেল কলেজগুলি শেখ হাসিনার সময়ে তৈরি হয়। তারমধ্যে দুটি শেখ মুজিবুর রহমানের নামে ছিল। হাসিনার নিজের নামে ছিল তিনটি মেডিকেল কলেজের নাম। দুটি ছিল শেখ রাসেলের নামে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত সপ্তাহে আরও পাঁচটি চিকিৎসা প্রতিষ্ঠানের নাম বদলে দিয়েছে। সেগুলিও মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে ছিল।
ঢাকার সরকারি সুত্রের খবর, অন্যান্য মন্ত্রকও নাম বদলের পথে হাঁটতে চলেছে। শেখ মুজিবুর রহমানের নামে থাকা রাস্তা, সেতু সেহ অন্যান্য সরকারি প্রকল্প চিহ্নিত করা হচ্ছে। সেগুলি এলাকার নামে নামকরণ করা হবে। মেডিকেল কলেজের ক্ষেত্রে তাই করা হয়েছে।
ইতিমধ্যে সরকারি অফিস থেকে জাতির পিতা শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সরকারি অনুষ্ঠানের পোস্টার, ব্যানারেও থাকছে না বঙ্গবন্ধুর ছবি।
গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্ররা বাংলাদেশকে মুজিববাদ মুক্ত করার ডাক দিয়েছে। সেই কাজে নেমে তাঁরা মুজিবকে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়ে এগচ্ছে। ছাত্রদের ইচ্ছাই সরকারি সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। তবে মুজিব, হাসিনা পরিবারের সদস্যদের নামে সরকারি প্রকল্পের নামকরণ নিয়ে গণ অভ্যুত্থানের আগেও প্রশ্ন উঠেছিল নানা মহল থেকে।