শেষ আপডেট: 3rd February 2025 23:31
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার বিরুদ্ধে বড় অভিযোগ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর দাবি, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন হাসিনা। আর এই কারণেই নিরাপত্তা বাহিনীকে এখন থেকে সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইউনুস।
সোমবার ইউনুস তাঁর সরকারি অফিস যমুনা অতিথিশালায় বাংলাদেশের সমস্ত নিরাপত্তা এজেন্সির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি অভিযোগ করেন, হাসিনার অনুগতরা বাংলাদেশের হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং মিথ্যাচারের জন্য টাকা ব্যয় করছে। মূলত হাসিনা ঘনিষ্ঠরাই এই কাজে নিযুক্ত বলে স্পষ্ট অভিযোগ তাঁর।
ইউনুসের দাবি, এই বছরটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে। তাই নিরাপত্তাবাহিনীকে সবরকমভাবে প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতা দেখাতে হবে। অনেকের মতে, বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই এমন নির্দেশ দিয়েছেন ইউনুস। কারণ আগেই তিনি ঘোষণা করেছিলেন যে, চলতি বছর ডিসেম্বরে বা আগামী বছরের জুন মাসের মধ্যে সে দেশে ভোট হবে।
এই প্রথম কোনও সরকারি বৈঠক থেকে সরাসরি শেখ হাসিনাকে নিশানা করলেন মহম্মদ ইউনুস। এর আগে বিক্ষিপ্তভাবে একাধিক সাক্ষাৎকারে তিনি হাসিনাকে কটাক্ষ করলেও কোনও সরকারি বৈঠক থেকে তা করেননি। কিন্তু সোমবার সেটাই করলেন ইউনুস।
এর পাশাপাশি বাংলাদেশের চাঁদাবাজি বা তোলাবাজি নিয়ে কড়া ব্যবস্থার কথা বলেছেন ইউনুস। সামনেই রমজান মাস। তার আগে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের রাখতে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মন্তব্য তাঁর। এর জন্য পুলিশকে পরিকল্পনা শুরু করতে বলেছেন তিনি।
অন্যদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া নিয়েও বার্তা দিয়েছেন মহম্মদ ইউনুস। তাঁর কথায়, সংখ্যালঘুরা যদি বাংলাদেশের নিরাপত্তা না পান তাহলে বহির্বিশ্বে তাঁদের ভাবমূর্তি বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই এই ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে বলে জানিয়েছেন ইউনুস। এই কারণে থানায় অভিযোগ দায়েরের পদ্ধতি আরও সহজ করার কথা বলেছেন তিনি। অনলাইনেও যাতে মানুষ কোনও অভিযোগ জানাতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে বলেছেন পুলিশকে।