অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম
শেষ আপডেট: 19th January 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জিনিসপত্রের দাম নিয়ে জনক্ষোভ ছিলই। তার উপর সম্প্রতি মহম্মদ ইউনুসের সরকার একশো জরুরি পণ্যের উপর বাড়তি ভ্যাট চাপিয়েছে। ফলে ক্ষোভ চড়ছে দেশবাসীর মধ্যে। এই পরিস্থিতির জন্য সাবেক শেখ হাসিনা সরকারের মিথ্যাচারকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার ঢাকায় তিনি বলেন, হাসিনা সরকার দেশের খাদ্যপণ্যের উৎপাদনের যে পরিসংখ্যান তুলে ধরত বাস্তবের সঙ্গে তার মিল নেই। ফলে অন্তর্বর্তী সরকার দাম নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।
শফিকুল আলম বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম চড়া। কিন্তু বাস্তব হল, আলু উৎপাদনের যে কৃতিত্ব আগের সরকার দাবি করত তা সত্য নয়। অন্যান্য খাদ্যপণ্যের ক্ষেত্রেও হাসিনা সরকারের পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের মিল নেই বলে দাবি করেছেন প্রেস সচিব।
এই প্রসঙ্গেই শেখ মুজিবুর রহমানের সময়ের জুট চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘শেখ মজিবুর রহমানের জুট চুক্তি ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। ওই চুক্তির জেরে ১৯৭৪ সালে ১০ লাখ মানুষ না খেয়ে মারা গেছে।’ তিনি জানান, অন্তর্বর্তী সরকার আগামী বাজেটকে জনবান্ধব করার চেষ্টা চালাচ্ছে।