শেষ আপডেট: 22nd October 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। তাঁর হৃদযন্ত্রে জরুরি অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। সে জন্য ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বেড রিজার্ভ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক দল।
ইউনুসের বয়স এখন ৮৪। তাঁর বয়সজনিত কিছু শারীরিক সমস্যা আছে। তবে হার্টের কোনও জটিল সমস্যায় ভুগছেন কিনা জানা যায়নি। তাঁর চিকিৎসক টিমে তিনজন হৃদরোগ বিশেষজ্ঞকে রাখা হয়েছে।
ঢাকায় সবচেয়ে বড় সরকারি হাসপাতাল হল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। সেটি একটি বড়মাপের হাসপাতালও। মনে করা হচ্ছে, ইউনুসের হৃদযন্ত্রের কোনও সমস্যা ধরা পড়েছে। সেই কারণে বেড সংরক্ষণ করে চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনশিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মহম্মদ মোস্তাফা কামাল একটি সরকারি নির্দেশিকা জারি করেছেন প্রধান উপদেষ্টার সম্ভাব্য চিকিৎসা নিয়ে।
তাতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপন নিশ্চিতকরণে ইন্টেনশিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং দু নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাত জন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক অ্যানাস্থেসিয়ার সিনিয়র চিকিৎসক। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।