শেষ আপডেট: 18th March 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার পরিজনদের মোট ৩১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ঢাকার একটি আদালত। গত সপ্তাহেই তাঁদের ১২৪টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল আদালত। দুই ক্ষেত্রেই বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে আর্জি জানিয়েছিল।
হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক প্রমুখের বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে। দুদক জানিয়েছে, হাসিনা ও তাঁর পরিজনের এই অ্যাকাউন্টগুলিতে মোট ৩৯৮ কোটি টাকা গচ্ছিত আছে। তবে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানায়নি দুদক। আদালতে তারা জানিয়েছে, তদন্তের স্বার্থে অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করা জরুরি।
গত সপ্তাহে বাজেয়াপ্ত হাসিনার দুটি অ্যাকাউন্টের একটিতে পাঁচ টাকা আর একটিতে দেড়শো টাকা গচ্ছিত আছে।
দুদক মুখ না খুললেও আওয়ামী লিগ দাবি করেছে দলনেত্রীর যে অ্যাকাউন্টগুলিতে কয়েক কোটি টাকা আছে সেগুলি ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক। পদাধিকার বলে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারমধ্যে অন্যতম হল বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর। তিনি এবং বোন শেখ রেহানা ওই প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন। বর্তমান সরকার ওই ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়েছে।
হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাজেয়াপ্ত অ্যাকাউন্টগুলির একটিতে দু কোটি টাকা আছে। আওয়ামী লিগের বক্তব্য, আমেরিকায় বসবাসকারী সজীব একজন ব্যবসায়ী। তিনি দেশে থাকলে তখন খরচখরচা চলানোর জন্য বাংলাদেশে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। একজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে দু কোটি টাকা মোটেই বেশি নেয়।