মোদী-ইউনুস
শেষ আপডেট: 26th March 2025 21:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ৫৫ তম স্বাধীনতা (independence day of Bangladesh) দিবস উপলক্ষে সে দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে (Md Yunus) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Indian prime minister Narendra Modi)। বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে (President of Bangladesh Md Sahabuddin) স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Droupadi Murmu)।
প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেছেন, 'আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার অভিনন্দন জানাই। এই দিনটি আমাদের ঐতিহাসিক ঐক্য ও ত্যাগের একটি প্রমাণস্বরূপ, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে।' কূটনৈতিক মহলের মতে, ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে। ১৯৭১- এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়গাঁথার সঙ্গে মিশে আছে ভারতীয় সৈনিকদের অদম্য লড়াইয়ের নজির। বহু সৈন্যের প্রাণ যায় ওই যুদ্ধে।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনুস মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের নাম নেননি। উল্লেখ করেননি ভারতের ভূমিকাও।
শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাটছাঁট করে বুধবার দুপুরে তিনি চিন (China) সফরে গিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে চিন শুধু বিরোধিতাই করেনি, নতুন দেশকে স্বীকৃতি দিয়েছিল চার বছর পর। স্বাধীনতা দিবসের মতো দিনে ইউনুসের সেই চিনের বিমানে ওঠা নিয়ে দেশে সমালোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার। তার উপর প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টাকে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন।
দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা স্বীকার করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে লিখেছেন 'বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি দিকনির্দেশক আলো হিসেবে অব্যাহত রয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধি লাভ করেছে এবং আমাদের জনগণের বাস্তবে উপকার করেছে। আমরা এই অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের সম্পর্ক অভিন্ন সাধারণ আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত। আমরা একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রীর পাশাপাশি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন তিনি।