শেষ আপডেট: 25th September 2024 00:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জনজাতিদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে আমেরিকার পর এবার কানাডাতেও বড় সমাবেশ হল। মঙ্গলবার রাজধানী অটোয়ায় সংসদ ভবনের সামনে জড়ো হন ওই শহর ছাড়াও মন্ট্রিল, হ্যামিলটন, কালগারি ইত্যাদি শহরে বসবাসকারী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের সঙ্গে দেন ভারত-সহ অন্যান্য দেশের সংখ্যালঘুরাও।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এখন আমেরিকায় আছেন। নিউ ইয়র্কে তাঁর হোটেলের বাইরে মঙ্গলবার সকালে বড় মাপের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
আমেরিকা ও ব্রিটেনের পর কানাডায় ভাল সংখ্যায় বাংলাদেশির বাস। মঙ্গলবার দেশের একাধিক শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন রাজধানী অটোয়ায় সংসদ ভবন চত্বরে।
কানাডা সংসদের নয় জন সাংসদ সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়নের ঘটনার নিন্দা করে সে দেশের সরকারকে আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন। কনজারভেটিভ দলের প্রথম বাঙালি সাংসদ শুভলয় মজুমদার সমাবেশে বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও জনজাতির মানুষকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এমন অশুভ শক্তি মাথা তুলেছিল। তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।
লিবারাল পার্টির পক্ষে চন্দ্র আর্য ও সালমা জাহিদ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান। বাংলাদেশি-কানাডিয়ান হিন্দুজের চিফ কো-অর্ডিনেটর নিরঞ্জন সরকার জানান, সমাবেশ শেষে অটোয়ায় বাংলাদেশের দূতাবাসে স্মারকলিপি দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।