বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা তাদের ওপর নির্যাতন নীপিড়ন বন্ধসহ আট দফা দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে শুক্রবার বিকালে লক্ষাধিক লোকের সমাবেশ
শেষ আপডেট: 25th October 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা তাদের ওপর নির্যাতন নীপিড়ন বন্ধসহ আট দফা দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে শুক্রবার বিকালে লক্ষাধিক লোকের সমাবেশ হয়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম শুধু নয় গোটা বাংলাদেশেই সংখ্যালঘুদের এত বড় সমাবেশের নজির নেই। মানুষ স্লোগান দেয়, 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার!' 'আমার মাটি আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'আমার মাটি, আমার মা, বাংলা ছেড়ে যাব না' ইত্যাদি।