শেষ আপডেট: 5th February 2025 21:58
দ্য ওয়াল ব্যুরো: বুধবার আর কিছু সময় পর অনলাইনে যুক্ত হয়ে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা দলনেত্রী শেখ হাসিনার। হাসিনার এই কর্মসূচি জানাজানি হতেই মিডিয়ার উপর একের পর এক ফতোয়া জারি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব।
বুধবার সকালেই মহম্মদ ইউনুসের অনুগামী ছাত্র সংগঠনটি ফেসবুকে পোস্ট দিয়ে মিডিয়াকে হুঁশিয়ার করে দেয়, হাসিনার ভাষণ প্রচার করলে দেশ বিরোধী বলে ধরে নেওয়া হবে। বিকালে সাংবাদিক বৈঠক ডেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জানিয়েছে, আওয়ামী লিগ নেত্রীর ভাষণ প্রচার করলে পরিণতি ভাল হবে না।
ওই ছাত্র সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আপনারা এখনও শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলেন। বলা উচিত বাংলাদেশের কসাই, খুনি, ফ্যাসিস্ট।
বিপ্লবী ছাত্র জনতা নামে একটি সংগঠন এই মুহূর্তে ঢাকায় ধানমণ্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে জড়ো হয়েছে। বিকালে তারা বুলডোজার মিছিলের ডাক দিয়েছিল হাসিনার ভাষণের সিদ্ধান্তের প্রতিবাদে। তারা বুলডোজার দিয়ে বাড়ির গেট ভেঙে ফেলেছে।
এমনীতেই বিবিসি বাদে বাংলাদেশের কোনও মিডিয়া হাসিনার ভাষণের ঘোষণা নিয়ে খবর করেনি। ওই খবর প্রকাশ করায় মহম্মদ ইউনুসের প্রেস উইংয়ের রোষের মুখে পড়েছে ওই বিদেশি সংবাদমাধ্যমটি। তবে হাসিনার অনলাইন ভাষণ নিয়ে হাসনাত আবদুল্লাহর আপত্তির খবর ছোট বড় সব প্রতিষ্ঠানই প্রকাশ করেছে।
সাবেক প্রধানমন্ত্রীর সভা সরকার ও ইউনুস অনুগত ছাত্রদের বক্তব্যকে ফতোয়া বলে উল্লেখ করেছে আওয়ামী লিগ নেতৃত্ব।