শেষ আপডেট: 3rd December 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: আগরতলায় বাংলাদেশের অ্যাসিসট্যান্ট হাইকমিশনের অফিসে হামলার ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কড়া বার্তা দিতে চাইল ঢাকা। ওই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বতী সরকারের আইনি উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি সরাসরি বলেছেন,"ভারতকে বুঝতে হবে, এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়।"
গতকাল ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের অ্যাসিসট্যান্ট হাইকমিশনের দফতরে ত্রিপুরেশ্বরী সনাতন মন্ত্র ও হিন্দু সংঘর্ষ সমিতি নামের দুই সংগঠন বিক্ষোভ দেখায়। দীর্ঘ সময় চলে অবরোধ। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই বিক্ষোভের সময়ে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে বলে অভিযোগ।
আগরতলার ঘটনায় তীব্র প্রতিবাদ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা করে বলা হয়েছে, এটি পূর্বপরিকল্পিত। এমন ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদকে লঙ্ঘন করেছে। ঢাকার কথায়, এ ঘটনায় বাংলাদেশ গভীর ভাবে অসন্তুষ্ট।
ঢাকার এই প্রতিক্রিয়ার আগেই ভারতের বিদেশ মন্ত্রক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু ঘটনা হল, ত্রিপুরা-কাণ্ড বিচ্ছিন্ন। সোমবার মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে শতাধিক মানুষ বিক্ষোভ দেখায়। ভিএইচপির সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি আগরতলার সহকারী হাইকমিশনের ওপর হামলায় জড়িত ছিল।
এর পরই মহম্মদ ইউনুস প্রশাসনের আইনি উপদেষ্টা আসিফ নজরুল তাঁর পোস্টে লিখেছেন, "এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। ভারত সরকার যদি এই বার্তা না বোঝে, তবে ভবিষ্যতে আরও শক্ত প্রতিক্রিয়া দেখতে হতে পারে।"
আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পাতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ...
Posted by Dr. Asif Nazrul on Monday 2 December 2024
নিরাপত্তার ঘাটতি
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লি যে সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। কারণ এই ধরনের হামলার পুনরাবৃত্তি হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তিক্ততা বাড়াতে পারে বলে মনে করছে ঢাকা।