শেষ আপডেট: 7th December 2024 17:14
দ্য ওয়াল বু্রো: হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণের মুক্তি চেয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পুর্ণাত্মানন্দ। প্রধান উপদেষ্টাকে শনিবার লেখা চিঠিতে তিনি বলেছেন, চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে দেশের উদ্ভুত পরিস্থিতিতে মুক্তি দিলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করছি। আশা করছি আপনি এই ব্যাপারে প্রয়োজনীয় পদ করে আমাদের আশ্বস্ত করবেন।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলাদেশে হিন্দুদের উপর চলমান আক্রমণের ঘটনা, সংখ্যালঘু জোটের প্রতিবাদ আন্দোলন নিয়ে রামকৃষ্ণ মিশন এতদিন কোনও মন্তব্য করেনি। ধর্মীয় নেতাদের সঙ্গে ইউনুসের বৈঠকে অবশ্য মিশন ডাক পেয়েছিল। ডাকা হয়নি ইসকনকে।
চিন্ময়কৃষ্ণকে মুক্তির দাবিতে এর আগে সরব হন বাংলাদেশের কবি, প্রাবন্ধিক ও মানবতাবাদী ব্যক্তিত্ব ফরহাদ মজহার। প্রধান উপদেষ্টা ইউনুসের ডাকা এক বৈঠকে তিনি চিন্ময়কে মুক্তি দেওয়ার দাবি জানান।
দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চিন্ময়কৃষ্ণ এমন কোনও অপরাধ করেননি যে কারণে তাঁকে জেলে আটকে রাখতে হবে।
মজহারের কথায়, হিন্দু মহাজোটের আট দফা দাবিপত্রে তিনি দেশ বিরোধী কিছু নেই। চিন্ময়কে মুক্তি দেওয়া দরকার। সূত্রের খবর, ভারত সরকার আশা করছে সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের আগে বাংলাদেশ মুক্তি দেবে চিন্ময়কৃষ্ণকে।
হিন্দু এক্যৃ জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাস বর্তমানে চট্টগ্রাম আদালতে বন্দি। তাঁকে ২ জানুয়ারি পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রয়েছে।