শেষ আপডেট: 24th August 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পাকিস্তান থেকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওই আইনজীবীর নাম সজীব মাহমুদ আলম। তিনি একজন ব্যারিস্টার।
হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলিতে আসীন কর্তাদের অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় আছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। সেটির সভাপতি ছিলেন নাজমুল হাসান। যাঁর সঙ্গে সাকিবের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক প্রধান ও বোর্ডের প্রাক্তন শীর্ষ কর্তা ফারুক আহমেদ। তাঁর সঙ্গে সাকিবের সম্পর্কের রসায়ন কেমন হবে তা এখনও স্পষ্ট নয়।
সাকিব জাতীয় দলের হয়ে এখন পাকিস্তান সফর করছেন। সেখানে তাঁর পারফরমেন্স খুব ভাল নয়। অনেকেই বলছেন, খুনের মামলা দায়ের হওয়ার আগেই তাঁর কাছে খবর ছিল। ফলে আগে থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
তাঁর এবং অভিনেতা ফিরদৌসের বিরুদ্ধে ঢাকার একটি থানায় খুনের মামলা দায়ের হয়েছে। এক পোশাক কর্মীকে খুনের জন্য সাকিব ও ফিরদৌস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। একই মামলায় নাম আছে শেখ হাসিনা-সহ আওয়ামী লিগের ১২৫ নেতা-কর্মীর।
আইনজীবী সজীব মাহবুদ আলমের বক্তব্য, আইসিসি-র নিয়ম হল, কোনও ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তাঁকে দ্রুত আইনের কাঠগড়ায় তুলতে হবে। সাকিবের বিরুদ্ধে খুনে যুক্ত থাকার অভিযোগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, এই ব্যাপারে তাঁরা আদালতের নির্দেশ মেনে চলবেন। আদালত যদি গ্রেফতারি পরোয়ানা জারি করে সিরিজ শেষের আগেই অভিযুক্তকে দেশে ফেরাতে বলে তবেই বোর্ডের পদক্ষেপ করার প্রশ্ন আছে। এই সুত্রে জানা গিয়েছে, সাকিবের বিরুদ্ধে পুরনো একটি খুনের মামলাও আছে। তবে সেই মামলায় তাঁকে আদালত তলব করেনি।