শেষ আপডেট: 2nd December 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: টানা আটদিন ধরে জেলবন্দি রয়েছেন ইসকনের সাবেক সাধু জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে তাঁর জামিন মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার কারণে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল।
আক্রান্ত আইনজীবীর নাম রমেন রায়। স্থানীয় সূত্রের খবর, সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার অভিযোগে এর আগে রমেনবাবুকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও তিনি সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তারই জেরে এই হামলা বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে টুইটারে আক্রান্ত আইনজীবীর ছবি পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি বলেন, এদিন বিকেলের পর ওই আইনজীবীর বাড়িতে নৃশংস হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাঁর বাড়িও। আশঙ্কাজনক অবস্থা্য় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
Please pray for Advocate Ramen Roy. His only 'fault' was defending Chinmoy Krishna Prabhu in court.
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 2, 2024
Islamists ransacked his home and brutally attacked him, leaving him in the ICU, fighting for his life.#SaveBangladeshiHindus #FreeChinmoyKrishnaPrabhu pic.twitter.com/uudpC10bpN
সূত্রের দাবি, আইনজীবীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে ওপার বাংলায়।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকনের ওই সন্ন্য়াসীকে আদালতে তোলার পর এলাকায় গোলমালে এক আইনজীবী নিহত হন। সোমবার তাঁর স্মরণে আদালত চত্বরে সভা ও পদযাত্রা করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা।
চট্টগ্রাম বার অ্যাসোসিয়োশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার আমরা চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চায়। আদালত চত্বরে থাকা আইনজীবী হত্যায় চিন্ময় কৃষ্ণের উসকানির কাজ করেছে।
এরই মধ্যে চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।