শেষ আপডেট: 25th January 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: লন্ডন ক্লিনিকের চিকিৎসায় আপাতত অনেকটা সুস্থ খালেদা জিয়া। ভারতীয় সময় শুক্রবার বেশি রাতে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। লন্ডনেই থাকেন তাঁর বড় ছেলে তথা বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া। আপাতত কিছুদিন সেই বাড়িতেই চিকিৎসা চলবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসনের।
ঘটনাচক্রে শুক্রবারই ছিল খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি স্মরণ সভার আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন তারেক। তিনি দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার সুস্থতা ও ছোট ভাই আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করেন। ২০০৮ থেকে তারেক লন্ডনে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তারেক কবে দেশে ফিরবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিএনপি-র কর্মী-সমর্থকেরা চাইছেন মা ও ছেলে একসঙ্গে দেশে ফিরুন।
লন্ডন ক্লিনিকে ১৭ দিন ছিলেন খালেদা। ব্রিটেন এবং আমেরিকার চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন। বাড়িতেও চিকিৎসা করবেন দুই ব্রিটিশ চিকিৎসক। সঙ্গে আছেন বাংলাদেশের তিনজন চিকিৎসক। ৭৯ বছর বয়সি খালেদা একাধিক জটিল অসুখে ভুগছেন। এই মুহূর্ত সবচেয়ে জরুরি লিভার প্রতিস্থাপন। তাঁর বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকেরা কথা দিয়েছেন ওষুধেই আপাতত অনেকটা সুস্থ থাকবেন তিনি। চিকিৎসা শুরুর সাত দিন পর থেকে তিনি নিজে নিজে হাঁটতে পারছেন।