Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Bangladesh News

ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি

বৈঠকে তাঁরা ইস্যুগুলি নিয়ে আলোচনা করে বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। সেই মতো বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টাকে বিশদে ব্রিফ করা হয়।

ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি

যৌথ সাংবাদিক বৈঠকে খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম

শেষ আপডেট: 13 June 2025 17:15

অমল সরকার

শুক্রবার দুপুরে লন্ডনে মহম্মদ ইউনুসের সঙ্গে তারেক জিয়ার বৈঠকের সূত্রধর ছিলেন খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইকমিশনার তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার রাতে লন্ডনের হোটেলে বৈঠক করেন বিএনপির প্রবীণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বৈঠকের পর পরই বিলি করা যৌথ প্রস্তাবটির খসড়া বৃহস্পতিবার রাতে খলিলুর ও আমির খসরু মাহমুদ চৌধুরীর বৈঠকেই চূড়ান্ত হয়ে গিয়েছিল।

ইউনুসের সঙ্গে বৈঠকে কোন কোন আলোচনা হবে এবং বিএনপি ও সরকারের সেগুলির বিষয়ে অবস্থান কী, বৃহস্পতিবার রাতের বৈঠকে একে অপরকে জানান খলিলুর রহমান ও আমির খসরু। সেই বৈঠকে তাঁরা ইস্যুগুলি নিয়ে আলোচনা করে বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। সেই মতো বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টাকে বিশদে ব্রিফ করা হয়। তারপর চূড়ান্ত হয় দু পক্ষের বৈঠকের সময়।

মজার বিষয় হল, দিন পনেরো আগে বিএনপি যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিল লন্ডনের বৈঠকে তিনিই ছিলেন সূত্রধর। শুধু তাই নয়, বিএনপি নেতারা চেয়েছিলেন, খলিলুর যাতে বৈঠকে না থাকেন। কিন্তু জানা যাচ্ছে হোটেলে  ইউনুসের ঘরে ঢোকার মুখে তারেককে স্বাগত জানান সেই খলিলুর রহমানই। প্রথম দফার বৈঠকেও হাজির ছিলেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক মহল বিএনপির এই ডিগবাজিতে বিস্মিত। বিএনপি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও পদত্যাগ দাবি করে বসে আছে। সেই দাবি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়া, তারেক জিয়াদের দলের নেতাদের বৈঠকেও আসিফ উপস্থিত ছিলেন। মহম্মদ ইউনুসের পাশে বসেছিলেন এই তরুণ উপদেষ্টা। অর্থাৎ বিএনপির দাবিকে পাত্তা না দিয়ে খলিলুর ও আসিফ মাহমুদকে ইউনুস পাশে বসিয়ে খালেদা-তারেকের পার্টির নেতাদের চূড়ান্ত অপদস্থ করেছেন। বিএনপি যাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ দাবি করেছে তাঁর সঙ্গেই ভোট এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করেছেন বিএনপি নেতা আমির খসরু। তাঁর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করেছেন যৌথ বিবৃতির খসড়া।

যৌথ বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক জিয়া লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক জিয়া প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভাল হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের  রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।  সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

তারেক জিয়া প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক জিয়াকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।


ভিডিও স্টোরি