প্রতীকী ছবি
শেষ আপডেট: 3rd December 2024 09:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ইসকনের সাধু ও ভক্তদের নিরাপত্তার কারণে গুচ্ছ পরামর্শ দিয়েছে সংস্থার কলকাতার সদর দফতর। পথেঘাটে হামলা থেকে বাঁচতে তাঁদের প্রাতিষ্ঠানিক পোশাক এবং আনুষঙ্গিক কিছু বিষয় আপাতত এড়িয়ে চলতে বলা হয়েছে।
কলকাতায় ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, বাংলাদেশের ইসকন ভক্তদের বলা হয়েছে, আপাতত কপালে তিলক কেটে, হাতে তুলসির মালা নিয়ে যেন বাইরে না বের হন। ইসকনের পুরুষ সাধুরা সাধারণত গোড়ালি উপর তোলা সাদা ও হাল্কা গেরুয়া রংয়ের ধুতি এবং হাল্কা রঙের পাঞ্জাবি পড়েন। মহিলারা ভক্তরা পরেন হাল্কা রঙের শাড়ি। পুরুষ ভক্তরা নিয়মিত মাথা ন্যাড়া করে থাকেন।
রাধারমন দাস জানিয়েছেন, তারা বাংলাদেশি সাধু ও ভক্তদের বলেছেন, মন্দিরের ভিতরে থাকার সময় প্রাতিষ্ঠানিক পোশাক বিধি মেনে চলার চেষ্টা করুন। মন্দিরের বাইরে পোশাক এবং অন্যান্য বিষয়ে বিধি মানার প্রয়োজন নেই। তিনি বলেছেন, নিরাপত্তার কারণেই এই পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে মাথা ঢেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভক্তদের।
বাংলাদেশে সাম্প্রতিক উত্তেজনার কারণে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। ওই দাবিতে হওয়া মামলায় হাই কোর্ট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে। সরকারও আদালতকে জানিয়েছিল তারা ইসকনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কিন্তু ইসকন হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক তথা চট্টগ্রামে সংস্থার পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে বহিষ্কার করার পর নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে সরকার উচ্চবাচ্য করছে না। যদিও জামাত-ই-ইসলামি-সহ একাধিক ইসলামিক সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ইসকনকে জঙ্গি সংগঠন তকমা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে সরব।
কলকাতায় রাধারমন দাস সংবাদমাধ্যমকে বলেছেন, চলতি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আমরা সাধু ও ভক্তদের সকর্ত থাকতে বলেছি। যাতে কেউ হামলার শিকার না হন। উল্লেখ্য ভারতের মতো বাংলাদেশেও ইসকনের মন্দিরগুলিতে ইউরোপ-আমেরিকা-সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তরা থাকেন।