মহম্মদ ইউনুস (Md Yunus) কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন? রাজধানী ঢাকায় (Dhaka) বিকালের পর থেকে কিছু ঘটনাকে কেন্দ্র করে এমন জল্পনা তুঙ্গে উঠেছে। একটু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ তথা নতুন দল জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) প্রধান নাহিদ ইসলামকে (Nahid Islam) ডেকে দীর্ঘক্ষণ কথা বলেন ইউনুস। বাংলাদেশের প্রথমসারির দৈনিক ‘প্রথম আলো’ জানিয়েছে, ওই বৈঠকে অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
ইউনুস
শেষ আপডেট: 22 May 2025 21:40
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুস (Md Yunus) কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন? রাজধানী ঢাকায় (Dhaka) বিকালের পর থেকে কিছু ঘটনাকে কেন্দ্র করে এমন জল্পনা তুঙ্গে উঠেছে। একটু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ তথা নতুন দল জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) প্রধান নাহিদ ইসলামকে (Nahid Islam) ডেকে দীর্ঘক্ষণ কথা বলেন ইউনুস। বাংলাদেশের প্রথমসারির দৈনিক ‘প্রথম আলো’ জানিয়েছে, ওই বৈঠকে অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
নাহিদের পর ইউনুসের সঙ্গে এখন বৈঠক করছেন দুই তরুণ উপদেষ্টা মাফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। বুধবার বিকালেই এই দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি। তারা বলেছে, এই উপদেষ্টাদের না সরালে তারা সরকারের পাশে থাকবে না।
খালেদা জিয়ার দলের বক্তব্য, দুই উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির নেতা। তাঁরা উপদেষ্টা থাকায় সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হচ্ছে। পাল্টা ইউনুসের অনুগামী দল এনসিপি অপর তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।
মঙ্গলবার সেনা প্রধান ওয়াকার উজ জামান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে, সেনা প্রধান খোলাখুলি প্রধান উপদেষ্টার প্রতি অনাস্থা ব্যক্ত করার পর ইউনুসের ওই পদে থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে মত জোরালো হয়েছে। বুধবার সকাল থেকে ঢাকা-সহ বহু শহরে সেনা বাহিনীর বাড়তি তৎপরতাও চোখে পড়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় ট্যাঙ্ক মোতায়েন করেছে সেনা। শহরে সেনার টহল বেড়েছে।
সেনা প্রধান অবশ্য বারে বারেই স্পষ্ট করেছেন, তিনি নিজে ক্ষমতা হাতে নিতে চান না। সেক্ষেত্রে ইউনুসকে সরাতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে নতুন একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করাতে পারে। তবে জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।