শেষ আপডেট: 8th August 2024 20:22
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অন্তর্বতী সরকার গঠিত হবে।
ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এবার সামনে এল সরকারের বাকি উপদেষ্টাদের নামের তালিকাও।
আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরেই এই নামগুলি ঘোষণা করা হতে পারে।
প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস।
বাকি যে ১৬ জনের নাম উপদেষ্টার তালিকায় চূড়ান্ত করা হয়েছে-
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম
প্রসঙ্গত, নোবেলজয়ী ডঃ মুহম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরেছেন। বাংংলাদেশের স্থানীয় সময় রাত ৮টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা।
দেশে ফিরে ইউনুস প্রথমবার্তায় দেশবাসীর উদ্দেশে বলেছেন, আমার ওপর আপনারা আস্থা রাখেন। কারও ওপর হামলা হবে না। একই সঙ্গে আন্দোলনকারীদের কৃতজ্ঞতা জানিয়ে উইনুস এও বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু হল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম দিয়েছে।