শেষ আপডেট: 7th August 2024 12:49
দ্য ওয়াল ব্যুরো: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারই মাঝে বুধবার নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি হল বাংলাদেশের ব্যাঙ্কে। ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীদের বিক্ষোভের মুখে এদিন কার্যত সাদা কাগজে মুচলেখা লিখে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা।
স্থানীয় সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান কার্যালয় খোলার পরই বিক্ষোভ শুরু করেন ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীরা। ওই দলে ছিলেন প্রায ২০০ জন। তাঁদের অভিযোগ, বাংলাদেশের ব্যাঙ্কে বিস্তর দুর্নীতি হয়েছে, অবিলম্বে কর্মকর্তাদের দায়িত্ব থেকে না সরালে ব্যাঙ্কের সুশাসন ফিরবে না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রীতিমতো চাপের মুখে পড়ে সাদা কাগজে সই করে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাঙ্কের একাধিক পদস্থ আধিকারিক। পদত্যাগ করানো হয় ডেপুটি গভর্নর কাজি ছাইদুর রহমান-সহ চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানকে। তবে বিক্ষোভের সময় ব্যাঙ্কে হাজির ছিলেন না গভর্নর আব্দুর রউফ তালুকদার। তাঁরও পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা।
তাৎপর্যপূর্ণভাবে এদিন যাঁরা বিক্ষোভে শামিল হয়েছিলেন তাঁদের সঙ্গে ছিল না কোনও রাজনৈতিক পতাকা। ডেপুটি গভর্নর কাজি ছাইদুর রহমান ছাড়াও এদিন আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, খুরশীদ আলম ও হাবিবুর রহমান। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসকেও পদত্যাগে বাধ্য করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল হাসিনার সরকার।