শেষ আপডেট: 14th April 2025 23:50
দ্য ওয়াল ব্যুরো: ড্রোন প্রদর্শনীর (Drone Exhibition) মাধ্যমে নববর্ষের শুভেচ্ছ জানাল বাংলাদেশ (Bangladesh)। যেখানে প্রদর্শনীর মাধ্যমে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ থেকে পরবর্তী একাধিক আন্দোলনের প্রসঙ্গ উঠে এল। ছবির মাধ্যমে ফুটে উঠল গত বছরের লড়াই সংগ্রামের কাহিনীও।
সাকুল্যে ১৫ মিনিটের প্রদর্শনী। কিন্তু কী নেই সেখানে! মুক্তি যুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপ্লব, প্রতিটি লড়াই সংগ্রামে নারীর অবদান, সবই। এমনকি প্রদর্শনীর মাধ্যমে ফিলিস্তিনের জন্য প্রার্থনাও করা হল। প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশ-চীনের ৫০ বছরের বন্ধুত্বের সম্পর্কও। সেই সঙ্গে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানানো হল।
এদিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তরফে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই ড্রোন শো প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ড্রোন শোয়ে প্রযুক্তিগত সহযোগিতা করে চীন দূতাবাস। প্রদর্শনীতে বিভিন্ন ছবির মাধ্যমে ১৯৭১ থেকে ২০২৪ লড়াই সংগ্রামের বিভিন্ন প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়।
শুরুতে দেখা যায়, খাঁচার ভেতর থেকে একদল পাখী মুক্ত হয়ে আকাশে উড়ে যাচ্ছে। তারপর একে একে দেশের বিভিন্ন লড়াই সংগ্রামের ছবি তুলে ধরা হয়। প্রদর্শনীর আগে হয় নববর্ষের কনসার্ট। দুটি অনুষ্ঠানেই কৌতূহলী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-সহ অন্যান্যরা।