শেষ আপডেট: 9th December 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই বাংলাই এখন আন্দোলিত। এরই মধ্যে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিক্রম। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
ঢাকায় ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে এদিন ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন বিক্রম মিশ্রি। তা ছাড়া ওঅ বৈঠকের পর বিক্রম মিশ্রি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সফর রাতেই শেষ হবে এবং তিনি দিল্লি ফিরে যাবেন।
নয়াদিল্লির কূটনীতিকদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, উপমহাদেশে নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে অগ্রাধিকার দেবে সাউথ ব্লক। কারণ, নয়াদিল্লি মনে করে বাংলাদেশে যত দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরে আসবে ততই উপ মহাদেশে তথা পড়শি দুই দেশের জন্য মঙ্গলজনক।
আবার ঢাকার কূটনীতিকদের দাবি, বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে—ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রতিরোধ, এবং ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরসন।