শেষ আপডেট: 27th January 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। শেখ হাসিনা দেশত্যাগ করে বর্তমানে ভারতে রয়েছেন। আর এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্বে মহম্মদ ইউনুস। সাম্প্রতিক সময়ে অবশ্য তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বর্তমানের বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। এরই মধ্যে ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহম্মদ ইউনুসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই শুভেচ্ছাবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মোদীর তরফে ইউনুসকে বার্তা দেওয়া হয়েছে, 'নতুন বছরের জন্য শুভ কামনা রইল...'। হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার তিনদিনের মধ্যে সে দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেয়েছিলেন মহম্মদ ইউনুস। টালমাটাল সেই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীই ছিলেন বিশ্বের রাষ্ট্রনেতারদের মধ্যে প্রথম যিনি তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে ইউনুসকে তাঁর শুভেচ্ছাবার্তা পাঠানো ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর থেকে একদিকে যেমন রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতায় জেরবার হয়েছে বাংলাদেশ, অন্যদিকে পাল্লা দিয়ে অবনতি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের। সরকারি স্তরে সম্পর্কের অবনতিতে দু’দেশের নাগরিকেরা জড়িয়ে যায় বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। হাসিনার ভারতে থাকা নিয়েও বাংলাদেশ আপত্তি জানিয়েছে একাধিকবার। তবে নতুন বছরের শুরুতে মহম্মদ ইউনুসের প্রতি নরেন্দ্র মোদীর এই বন্ধুত্বপূর্ণ আচরণ দুই দেশের সম্পর্কের মোড় ঘোরাতে পারে বলে অনুমান করছেন অনেকে।
বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ নিয়ে ভারতীয় মিডিয়ায় বহু চর্চা হয়েছে, এখনও হচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর যখন ইউনুস মোদীর থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন তখন তাঁর মাধ্যমেই তিনি স্পষ্ট করে দিতে চেয়েছিলেন যে, ভারতীয় মিডিয়া কার্যত মিথ্যাচার করছে। যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তা আদৌ নয়। হিংসার ঘটনা হলেও তা আগের থেকে অনেক কমেছে। ইউনুস এও জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে ঢাকা সফরে যাওয়া ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তাঁকে বলেছিলেন, হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতীয় মিডিয়া আর ভারত সরকারের বক্তব্য এক নয়।
এখন নতুন বছরে নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা পেয়ে মহম্মদ ইউনুস তথা তাঁর অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেয় তার দিকে তাকিয়ে ভারত-বাংলাদেশ দুই পক্ষই।