শেষ আপডেট: 7th November 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলল ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লি সেদেশে বসবাসকারী হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার কথা জানিয়ে দেয়। বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামে হিন্দুদের উপর হিংসাত্মক কার্যকলাপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে ঢাকাকে তাদের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
ভারতের এই প্রতিক্রিয়ার কারণ হল, ফেসবুকে ইসকন নিয়ে একটি পোস্টের পরপরই হিংসা ছড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামে। শুধু অহিন্দুরাই নয়, হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ে পুলিশও। বেছে বেছে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর মিলছে। মঙ্গলবার রাতে পুলিশ ও মিলিটারি একটি যৌথ অভিযান শুরু করে। যাতে হামলা করা হয় হিন্দুদের উপর।
এ বিষয়ে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা লক্ষ্য করছি যে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। হিন্দুদের সম্পত্তি লুট করা হয়েছে। হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে লুটপাট চলেছে। এসবের মূলে রয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আগুন ছড়ানো পোস্ট।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি এই পোস্টের পিছনে রয়েছে সন্ত্রাসবাদী শক্তিরা। এর সঙ্গে জুড়েছে বেআইনি কার্যকলাপে যুক্ত অপরাধীরা। তাই আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি যে, সেদেশে বসবাসকারী হিন্দুদের রক্ষার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। শুধু তাই নয়, সন্ত্রাসবাদী শক্তিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক বাংলাদেশ।