Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Bangladesh

বাংলাদেশে হিংসায় উদ্বিগ্ন ভারত, সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল দিল্লি

+৮৮-০১৩১৩০৭৬৪০২-নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে একটি সর্ব ভারতীয় ইংরিজি টিভি চ্যানেল। 

বাংলাদেশে হিংসায় উদ্বিগ্ন ভারত, সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল দিল্লি

হিংসার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানায়।

শেষ আপডেট: 4 August 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। প্রতিবেশী দেশটিতে বসবাসকারী ভারতীয়দের সদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ভারত সরকার সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। 

বাংলাদেশের সিলেটে অবস্থিত ভারতীয় উপ দূতাবাসের সহকারী হাই কমিশনার যে কোনও পরিস্থিতিতে ভারতীদের যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। +৮৮-০১৩১৩০৭৬৪০২-নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে একটি সর্ব ভারতীয় ইংরিজি টিভি চ্যানেল। 

এর আগে কোটা বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশে পড়াশুনো এবং চাকরি সুত্রে যাওয়া বহু ভারতীয় দেশে ফিরে আসেন। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ঢাকা-সহ বিভিন্ন শহরে অবস্থিত হাই কমিশন অফিস। 

কোটা বিরোধী আন্দোলনের পর বাংলাদেশে শনিবার থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণ বিক্ষোভ। রবিবার থেকে আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলন শুরু করে। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লিগ সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। ঢাকা সহ দেশটির ১৪ জেলা অশান্ত। সারাদিনে দফায় দফায় সংঘর্ষে তিন পক্ষের মোট ৯৩জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহত কয়েকশো। অধিকাংশের শরীরে বুলেটের আঘাত রয়েছে। 

হিংসার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানায়। বিক্ষোভকারীরা থানায় ঢুকে ১৩জন পুলিশ কর্মীকে পিটিয়ে হত্যা করে। ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দফতর থেকে সন্ধ্যায় জানানো হয়, শুধু রবিবারেই ১৪জন পুলিশ কর্মীকে হত্যা করেছে আন্দোলনকারীরা। আহত পুলিশ কর্মীর সংখ্যা তিনশোর বেশি।

রবিবার আওয়ামী লিগের বহু নেতা-কর্মীও প্রাণ হারান সংঘর্ষে। তারমধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে নরসিংদীতে। সেখানে একটি উপাসনালয়ে শাসক দলের ছয় নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। 

সোমবার পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। আন্দোলনকারীরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে। গোটা দেশের মানুষকে রাজধানীতে জড়ো হতে আহ্বান জানিয়েছে তারা। সরকার রবিবার সন্ধ্যা ৬’টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কার্ফু বলবৎ করলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করার ডাক দিয়েছে।


ভিডিও স্টোরি