শেষ আপডেট: 13th February 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের গণ অভ্যুত্থান ও তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ হতেই শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম বৃহস্পতিবার ঢাকায় জানিয়েছেন, বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনার পত্যর্পণ চেয়ে ভারতকে যে নোট ভার্বাল (স্বাক্ষরবিহীন চিঠি) পাঠানো হয়েছে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হয়েছে। তবে কোন জাতীয় নথিপত্র পাঠানো হয়েছে তা জানাননি পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। তিনি জানিয়েছেন, ঢাকার নোট ভার্বালের কোনও জবাব ভারত দেয়নি।
বুধবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে জুলাই-অগাস্ট গণ বিপ্লবের সময় আন্দোলন দমনে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। কমিশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে তদন্ত করে যায়। তাদের রিপোর্টে মানবাধিকার বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করা হয়েছে। সেই রিপোর্ট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ফের তপ্ত হয়ে উঠেছে।
বিএনপি সহ একাধিক দল ওই রিপোর্টকে হাতিয়ার করে শেখ হাসিনাসহ আওয়ামী লিগ নেতাদের পত্যর্পণ চেয়ে সরব হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত হাসিনাকে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষ চায় তাঁকে বিচারের কাঠগড়ায় তোলা হোক। উল্লেখ্য, বিএনপি বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনের মামলা দায়ের করেছে। দলটির দাবি, জুলাই-অগাস্ট গণ বিপ্লবের সময় বিএনপির ৮৪৮ নেতা-কর্মীকে সরকারি বাহিনী খুন করেছে। হাসিনার নির্দেশেই এই হত্যালীলা সংঘটিত হয় বলে বিএনপির অভিযোগ।
তবে বিএনপি নিজে থেকে আওয়ামী লিগকে নিষিদ্ধ করার দাবি তুলবে না বলে ফের জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্য, বিএনপি উদার গণতান্ত্রিক দল। বিএনপি কোন দলকে নিষিদ্ধ করার কথা বলবে না। আমরা মনে করি এটা জনসাধারণের কাজ।