শেষ আপডেট: 5th August 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা খুলনায় তাঁর দুই খুড়তুতো ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। ‘শেখ বাড়ি’ বলে পরিচিত বড় ও পুরনো বাড়টি দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়।
ওই বাড়িতে থাকতেন প্রধানমন্ত্রীর দুই খুড়তুতো ভাই শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাউদ্দীন। তাঁরা দু’জনেই আওয়ামী লিগের সাংসদ। রবিবার ‘শেখ বাড়ি’র পাশাপাশি খুলনা প্রেস ক্লাব, আওয়ামী লিগের অফিস ইত্যাদিতে রবিবার রাতে আগুন দেয় বিক্ষোভকতারীরার। হাসিনার দুই সাংসদ ভাই ঘটনার সময় বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যদেরও কোনও শারীরিক ক্ষতির কথা জানা যায়নি।
এদিকে, সোমবার সকাল থেকে দেশের পরিস্থিতি মোটের উপর শান্ত। কার্ফু জারি থাকায় পথঘাট শুনশান। গতকাল রাত থেকে মোবাইন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ঢাকা-সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির তখল নিয়েছে সেনা। সেনা প্রধান রবিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছেন, সরকার কার্ফু জারি করেছে। সেনা বাহিনী আইন ও সংবিধানের আধারে পদক্ষেপ করবে। দেশবাসীকে অনুরোধ করছি, কার্ফু চলাকালে বাড়ি থেকে বের হবেন না।
এদিকে, আন্দোলনকারীরা কার্ফু উপেক্ষা করে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ডাক দিয়েছে। এখনও পর্যন্ত সেই কর্মসূচি ঘিরে অশান্তির খবর নেই।