শেষ আপডেট: 5th February 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার আর একটি ঘটনায় বুধবার সে দেশের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪৭ জনকে মামলা থেকে রেহাই দিয়েছে।
তারা সকলেই বিএনপির নেতা-কর্মী। তাদের নয়জনের ফাঁসির সাজা হয়েছিল। ১০ জনকে যাবজ্জীবন কারাবাস এবং বাকিদের দশ জেল হয়।
ঘটনাটি দিন দশক আগের। শেখ হাসিনা তখন ছিলেন বিরোধী দলনেত্রী। তিনি ঢাকা থেকে ট্রেনে পশ্চিমবঙ্গের নদীয়া সংলগ্ন বাংলাদেশের ঈশ্বরদি জেলায় যাচ্ছিলেন। সেই ট্রেনের উপর বোমা, গুলি ছুঁড়ে হামলা করে দুষ্কৃতকারীরা।
পুলিশ তৎকালীন শাসক দল বিএনপির ৪৭ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেয়। ২০১৯-এ তাদের সাজা ঘোষণা করে নিম্ন আদালত। এর আগেও হাসিনাকে হত্যার চেষ্টার একাধিক মামলায় রেহাই পেয়েছে দোষী সাব্যস্তরা।