হুমায়ূন আহমেদ ও শাওন
শেষ আপডেট: 6th February 2025 23:11
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল তা ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, কেউ হাতুড়ি হাতে কাঠামো ভেঙে নিচ্ছেন, কেউ বই ও আসবাবপত্র টেনে বের করছেন। এবার সেই আঁচ পড়ল সে দেশের বিনোদন জগতেও। বাংলাদেশে মৌলবাদীদের রোষে শিল্পী।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক ওপার বাংলার অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। সংবাদমাধ্যম ডেলি স্টার সূত্রে খবর, ঢাকার ধানমণ্ডি থেকে আটক করা হয়েছে তাঁকে। অভিনেত্রীর আরও একটা পরিচয় তিনি সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।
আপাতত তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেই নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
অন্যদিকে, জামালপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী অর্থাৎ শাওনের বাবা বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন এলাকায় অবস্থিত ওই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
প্রসঙ্গত, মেহের আফরোজ শাওনের বাবা জামালপুর-৫ (সদর) আসনের গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রত্যাশাপূরণ না হওয়ায় নির্বাচনে অংশ নেননি। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগের জামালপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন। ওই বাড়িতে পরিবারের কেউ ছিলেন না।