বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে ঢাকার পথে প্যারিস বিমানবন্দরে ইউনুস। ফাইল ছবি।
শেষ আপডেট: 31st January 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদের জন্য যে তাঁর নাম চূড়ান্ত হয়েছে সেটা তিনি প্রথম শুনেছিলেন প্যারিসের হাসপাতালের এক নার্সের মুখ থেকে। তিনি অবশ্য বলেছিলেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস-এর পডকাস্টে এই কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন ইউনুস। সেখানে তিনি ফিন্যান্সিয়াল টাইমসের বিদেশ বিষয়ক প্রধান ভাষ্যকার গিডেয়েন রাখমানের পডকাস্ট ‘রাখমান রিভিউ’-তে তাঁর প্রধান উপদেষ্টা হওয়ার আগের এক দেড় দিনের কাহিনি জানিয়েছেন।
বাংলাদেশে হাসিনা সরকারের শেষের দিনগুলির সময় ফ্রান্সে ছিলেন ইউনুস। ছোট একটি অপারেশনের জন্য প্যারিসের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ইউনুস বলেছেন, সেখানে একদিন নার্স এসে ফুলের তোড়া দিলেন। আমি অবাক হয়ে জানতে চাইলাম, ফুল কেন? নার্স বললেন, আমরা জানতাম না, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি তাঁকে বললাম, কে বলল আপনাকে? নার্স বললেন, সব টিভিতে খবর দেখাচ্ছে আপনি প্রধানমন্ত্রী। ইউনুস পডকাস্টে বলেছেন, আমি নার্সকে বললাম, আপনার মুখ থেকেই প্রথম শুনলাম।
প্রধান উপদেষ্টা বলেছেন, এরপর হাসপাতালের কর্তারা এলেন। তাঁরাও শুভেচ্ছা জানালেন। তাঁরা বললেন, আমরা কিন্তু চিকিৎসা শেষ না করে ছাড়ছি না। ইউনুস বলেন, আমি ওদের বলি, আমাকে তো দেশে ফিরতেই হবে। দেশে ফেরার জন্য কি তাড়াতাড়ি প্রস্তুত করে দেওয়া সম্ভব? ডাক্তারা তখন বললেন, ঠিক আছে। আমরা ওষুধপত্র সব রেডি করে দিচ্ছি। যাতে পথে কোনও সমস্যা না হয়। পরদিন ফরাসি সেনাবাহিনীর একটি দল এসে আমাকে বিমানবন্দরে পৌঁছে দেয়। আমি দেশের বিমান ধরি।
ইউনুস বলেছেন, নার্স খবর দেওয়ার আগে ছাত্রদের (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব) সঙ্গে আমার কয়েকবার কথা হয়। তারা আমাকে বলে, সে (শেখ হাসিনা) চলে গেছে। আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি বলি দেশে আরও যোগ্য লোক আছেন। কিন্তু ছাত্ররা নাছোড়। আমি তাদের বলি, ভাল করে খোঁজ নিতে, যাতে উপযুক্ত কাউকে পাওয়া যায়। ওরা ঘন্টা আড়াই পর ফের যোগাযোগ করে বলল, আমরা উপযুক্ত কাউকে পেলাম না। আপনাকে দায়িত্ব নিতে হবে।