শেষ আপডেট: 9th December 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে নিরাপদ নয় হিন্দুরা। তারা নিরাপত্তাহীনতার শিকার।
সোমবার ঢাকার বৈঠকে সাফ বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কড়া ভাষায় এই ব্যাপারে ভারতের অসন্তোষের কথা বলেছেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেও ঘোষণা করেছেন হিন্দু নির্যাতনের ইস্যুতে ভারতের প্রতিবাদের কথা। মিস্রি জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে দু'পক্ষের। বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা নিয়ে ভারতের অসন্তোষের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছেন। বিশেষ করে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় ভারতের উদ্বেগের কথা জানানো হয় বাংলাদেশ সরকারকে।
বিদেশ সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নয়াদিল্লি বিশেষ আগ্রহী। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তণ দু'দেশের সম্পর্কে ছাপ ফেলুক, চায় না ভারত।
বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলি চালু রাখা হবে বলে জানান তিনি। বিক্রম মিস্রি বলেন, দু দেশের মানুষের স্বার্থকে মর্যাদা দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের কারণে দু দেশের সম্পর্কের অবনতির কোনও কারণ আছে বলে ভারত মনে করে না।
আলোচনায় দু দেশের বাণিজ্য নিয়ে কথা হয়। ৫ অগাস্টের পর ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়ায় কড়াকড়ি আরোপ করেছে। ভিসা দেওয়ায় ভারত অবস্থান বদলের আশ্বাস দিয়েছে কিনা জানা যায়নি।