শেষ আপডেট: 2nd January 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রামের হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার। এক মাসের বেশি জেলে থাকা এই সাধুকে বৃহস্পতিবার আদালতে পেশ করার কথা। নিরাপত্তার কারণে তাঁকে আদালতে পেশ না করে আইনজীবী মারফত শুনানি করা হতে পারে। কিন্তু সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের জন্য কোনও আইনজীবী আদালতে হাজির হবেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ওয়াকিবহাল মহল মনে করছে, পরিস্থিতি যে দিকে গড়িয়েছে, তাতে ইউনুস সরকারের ভূমিকা মুখ্য হয়ে উঠেছে। একমাত্র সরকার পক্ষ জামিনের বিরোধিতা না করলে বিচারক শর্তসাপেক্ষে চিন্ময়কৃষ্ণকে মুক্তি দিতে পারেন। সে ক্ষেত্রে সরকারি আইনজীবীই ওই সাধুর হয়ে জামিনের আবেদন পেশ করতে পারেন।
চিন্ময়ের মামলা নিয়ে চট্টগ্রাম আদালতের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই সরকারে সদিচ্ছাকে বেশি জোর দিচ্ছে বিচার সংশ্লিষ্ট মহল। কারণ, চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মা আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। আগের শুনানিতে ঢাকা থেকে যাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাতে ঢাকা থেকে বেশ কয়েকজন আইনজীবী চট্টগ্রামে পৌঁছেছেন। কিন্তু বিচারক তাঁদের শুনানিতে অংশ নিতে দেবেন কি না তা নিয়ে ঘোর সংশয় আছে। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত নন এমন কোনও আইনজীবী ছাড়া বাইরের আইনজীবীকে শুনানিতে অংশ নিতে দেওয়া হয়নি আগের দিন। তারপর পরিস্থিতির বদল হয়নি। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের যে আইনজীবীরা চিন্ময়কৃষ্ণের মামলায় অংশ নিয়েছিলেন তাঁদের সকলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হওয়ায় তাঁরা আদালতে আসছেন না। ফলে সরকার পক্ষের ভূমিকাই বৃহস্পতিবার মুখ্য বলে মনে করা হচ্ছে।