শেষ আপডেট: 2nd October 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছিলেন সেই ৯২ সালে। ২০২৫ সালের ১১ অক্টোবর চাকরি থেকে অবসর নেওয়ার কথা।
অভিযোগ, তিন দশক ধরে শিক্ষকতার কাজ করলেও আজ পর্যন্ত কানা কড়ি পাননি অহিদুল ইসলাম। অবসরের আগে টাকা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই শিক্ষক।ঘটনাটি বাংলাদেশের।
বদরগঞ্জ মহকুমার দামোদরপুরের ইউনিয়ন পরিষদের চম্পাতলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক অহিদুল ইসলাম বলেন, "প্রশাসনের সকলের কাছে গিয়েছি। কেউ আমার কথা শোনেননি। স্বার্থপর সমাজে আর চলতে পারছি না। অবসরের আগে প্রাপ্য টাকা না পেলে আত্মহত্যা করতে বাধ্য হব।"
রংপুরের তারাগঞ্জ বৈদ্যনাথপুরের বাসিন্দা অহিদুল। বলছিলেন, "১৯৯২ সাল থেকে শিক্ষকতার কাজ করছি। আশ্বাস ছাড়া একটা টাকাও পেলাম না।"
ঘটনার সত্যতার কথা স্বীকার করে নিয়েছেন বদরগঞ্জের মহকুমাশাসক মহিলা খানম। তিনি বলেন, "বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।"
যদিও বদরগঞ্জের শিক্ষা কর্তা এস এম শহিদুল ইসলাম বলেন, "উনি সঠিকভাবে কাগজপত্র জমা দেননি। সে কারণেই ওনার বেতন শুরু থেকেই আটকে রয়েছে।"
তবে ওই চিকিৎসক আত্মহত্যার হুমকি দেওয়ায় বিষয়টি ঘিরে শোরগোল তৈরি হয়েছে স্থানীয় জনমানসে।