শেষ আপডেট: 10th February 2025 20:49
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার ভাষণের রেশ এখনও চলছে। ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর হাসিনার দ্রুত বিচারের দাবি তুলতে শুরু করেছে বিএনপি-সহ একাধিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার গুচ্ছ অভিযোগের অন্যতম হল শেখ হাসিনা সহ আওয়ামী লিগ নেতাদের বিচারের আওতায় আনতে না পারা।
সোমবার ঢাকায় জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আথিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিচারের প্রসঙ্গে বলেন, বিচারে তাড়াহুড়ো করলে সঠিক বিচার করা হয় না। তাছাড়া, কেউ অবিচারের শিকার হোক চায় না সরকার।
তিনি আরও বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হল এটা সুবিচার হতে হবে...অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের (পড়ুন শেখ হাসিনার জমানা) আর আমাদের মধ্যে তফাতটা থাকল কোথায়?
বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরও বলেছেন, 'আমরা অবিচারে নামব না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয় তাদের মানুষ করব। তাদের বলব, 'ভাই, এদেশ আমরা একসাথে গড়ি, যেদেশ আমরা একসাথে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সে স্বপ্ন দেখ। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি এদেশের সন্তান। আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছে। আমি তোমারে কষ্ট দেব না।'
ইউনুস বলেন, আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো... যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে।
ইউনুস বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে।