বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সদ্য সমাপ্ত ব্রিটেন সফরের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তাঁর অভিযোগ, প্রধান উপদেষ্টা সরকারি টাকায় লন্ডনে গিয়েছিলেন ব্যক্তিগত প্রয়োজনে।
শেষ আপডেট: 14 June 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সদ্য সমাপ্ত ব্রিটেন সফরের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তাঁর অভিযোগ, প্রধান উপদেষ্টা সরকারি টাকায় লন্ডনে গিয়েছিলেন ব্যক্তিগত প্রয়োজনে।
সজীবের বক্তব্য, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার বিষয়ে বাংলাদেশি জনগণের কাছে মিথ্যা বলেছিলেন। ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য তিনি রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করেছিলেন।
সজীব বলেছেন, প্রধান উপদেষ্টা লন্ডনে চ্যাথাম হাউসে মিথ্যা বলেছিলেন যে কেন তার শাসনামল বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে পারেনি। সত্য হল এটি ইউনুস এবং তার সমস্ত উপদেষ্টাদের সমর্থন এবং পূর্ণ জ্ঞানের সঙ্গে পরিকল্পিত ছিল। এমনকী তাঁর শাসনামলে বুলডোজারও সরবরাহ করা হয়েছিল।
সজীব বলেছেন, তিনি দু'দকের কাজে হস্তক্ষেপ না করার বিষয়ে বিবিসিকে মিথ্যা বলেছিলেন। আগস্ট থেকে আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইউনুস আসলে এই মামলাগুলি সম্পর্কে কথা বলেছেন, একাধিক মামলায় আন্তর্জাতিক মিডিয়াতে আমার পরিবারের কথা উল্লেখ করেছেন।
হাসিনা পুত্রের বক্তব্য, ইউনুসের মুখপাত্র মিডিয়াকে মিথ্যা বলেছিলেন যে একজন যুক্তরাজ্যের এমপি তাঁকে বলেছেন যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কানাডায় আছেন। এটি কেবল একটি মিথ্যা নয় বরং বলাও একটি অযৌক্তিক বিষয় ছিল কারণ ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী হাউস অফ কমন্সে ছিলেন। ইউনুসের চাকর ভুলে গেছে যে মিথ্যা হত্যা মামলা এবং জেল খাটতে হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতো, প্রধানমন্ত্রী কিয়ারও লায়ার ইউনুসের সঙ্গে দেখা করেননি কারণ
তিনি একজন অনির্বাচিত, অবৈধ দখলদার যিনি বাংলাদেশকে মাটিতে লুট করে দিচ্ছেন।