শেষ আপডেট: 26th September 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে আছেন।
সেখানে সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তাঁকে প্রশ্ন করেন। ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কী হবে? জবাবে তিনি বলেন, উনি অপরাধ করে থাকলে সাজা হবে। সে জন্য আইনের কাঠগড়ায় তোলা হবে।
হাসিনাকে প্রত্যপর্ণ অর্থাৎ বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হবে কিনা জানতে চাওয়া হলে ইউনুস বলেন, অবশ্যই চাওয়া হবে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে।
যদিও ওয়াকিবহাল মহলের মতে, চুক্তিতে যাই থাক না কেন, এই ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্তই শেষ কথা। হাসিনার নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে একশো ভাগ নিশ্চিত না হয়ে ভারত সরকার তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তাছাড়া রাতারাতি কিছু হবে বলেও ওয়াকিবহাল মহল মনে করছে না। তাদের মতে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আসবে প্রত্যর্পণের বিষয়।