সংগৃহীত ছবি
শেষ আপডেট: 8th January 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: সাময়িক বিরতির পর আবার ভার্চুয়াল জনসভা শুরু করতে চলেছেন শেখ হাসিনা। ১০ জানুয়ারি আওয়ামী লিগের আমেরিকা শাখা আয়োজিত সভায় ভাষণ দেবেন তিনি। দিনটি আওয়ামী লিগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালের ওই দিন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত শেখ মুজিবুর রহমান লন্ডন, দিল্লি হয়ে ঢাকায় স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন।
আওয়ামী লিগ সেই থেকে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে আসছে। ওই বিশেষ দিনকে স্মরণে রেখে ১১ জানুয়ারি ইতালির আওয়ামী লিগ আয়োজিত ভার্চুয়াল সভায় দিল্লি থেকে ভাষণ দেবেন হাসিনা।
তবে আওয়ামী লিগ শিবিরে আলোচনায় ঝড় তুলেছে হাসিনার ১৯ তারিখের সভা। ওই দিন সরাসরি দেশের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লিগ নেত্রী। বাংলাদেশে আওয়ামী লিগের যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হবে হাসিনার ভাষণ।
গত বছর ৫ অগাস্ট দেশ ছাড়ার পর হাসিনা দলের নেতা-কর্মীদের অনেকের সঙ্গেই ফোনে কথা বলেছেন। তাঁর অনেক ফোনালাপ ফাঁস হয়েছে। এই প্রথম তিনি দিল্লি থেকে দেশের নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন।
আওয়ামী লিগের একাধিক সূত্রের খবর, হাসিনার ১৯ তারিখের ভাষণে দুটি বিষয়ে আলোকপাত করতে পারেন। তিনি দলের সংগঠন নিয়ে কিছু পরামর্শ দিতে পারেন। এছাড়া বিএনপি-র উদ্দেশেও তিনি কিছু কথা বলতে পারেন।
৫ অগাস্ট গণ অভ্যুত্থানের জেরে হাসিনার দেশত্যাগের পর বিগত পাঁচ মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতির কিছুটা গুণগত পরিবর্তন হয়েছে বলে মনে করছে আওয়ামী লিগ নেতৃত্ব। হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লিগের নেতা-কর্মী-সমর্থকদের উপর জামায়াতে ইসলামির সঙ্গে বিএনপি-ও সন্ত্রাসে যুক্ত ছিল বলে হাসিনার দলের অভিযোগ। ৫ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে শ-চারেক আওয়ামী লিগ কর্মী নিহত হয়েছেন। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকের। হাসিনা-সহ কয়েক লাখ নেতা-কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। এলাকা ছাড়া কয়েক লাখ কর্মী। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বহু নেতা-কর্মী।
কিন্তু ভবিষ্যৎ রাজনীতির স্বার্থেই দু দল গোড়াকার মধুচন্দ্রিমায় ইতি চেনে দিয়েছে। বিগত দেড় দু-মাস যাবত জামায়াতে ইসলামির সঙ্গে বিএনপির সংঘাত চলছে। নীচুতলাতেও পৌঁছে গিয়েছে দুই পার্টির বিরোধ। এরই মধ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করাতে যাওয়া নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বহু চর্চিত ‘মাইনাস টু ফরমুলা’ নিয়ে বিএনপি শিবিরেও উদ্বেগ রয়েছে। রাজনীতি থেকে দুই নেত্রী হাসিনা ও খালেদাকে মাইনাস বা দূরে রাখার যে পরিকল্পনা ২০০৭-’০৮ সাল নাগাদ শুরু হয়েছিল বলা হয়ে থাকে তা ফের কার্যকর করার চেষ্টা হচ্ছে বলে বিএনপি-র মধ্যেও ভয় আছে।
এই পরিস্থিতিতে বিএনপি-র প্রতি আওয়ামী লিগ নেত্রী কৌশলগত কারণে নরম অবস্থান নিতে পারেন বলে মনে করছে দলের একাংশ। তবে বিষয়টি চূড়ান্ত হয়নি। ব্যাক চ্যানেলে বিএনপি নেতাদের মনোভাব বুঝে নিতে চান আওয়ামী লিগ নেতৃত্ব। সেই কারণেই আওয়ামী লিগের শীর্ষ নেতারা ১৯ তারিখের সভা নিয়ে মুখ খুলছেন না। তবে দলের যুব শাখা যুব লিগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ তারিখের সভার কথা জানিয়েছেন। ওই দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬’টায় হাসিনা দেশের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। তিনি শেখ হাসিনার আত্মীয়।