শেষ আপডেট: 10th December 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য তলব করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই ব্যাপারে নির্দেশ পাঠিয়ে তারা পাঁচ দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য চেয়েছে।
বাংলাদেশ সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে হাসিনা ও রেহানার ব্যক্তিগত ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের নামে তাঁদের যৌথ অ্যাকাউন্টের হিসাবও দাখিল করতে হবে। হাসিনা ট্রাস্টের চেয়ারপারসন এবং রেহানা সদস্য। ৩২ নম্বর ধানমণ্ডিতে অবস্থিত শেখ মুজিবের বাড়িটিতেই রয়েছে ট্রাস্টের অফিস।
আওয়ামী লিগ নেতৃত্বে ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে প্রতিহিংসা বলছে। গত রবিবার হাসিনা তাঁর দলের ব্রিটেনের সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইউনুসকে চোর, অর্থ পাচারকারী বলে আক্রমণ শানিয়েছিলেন। আওয়ামী লিগ মনে করছে সেই কারণে বঙ্গবন্ধুর নামে থাকা ট্রাস্টের লেনদেন নিয়ে প্রশ্ন তুলতে চাইছে।
অ্যাকাউন্টে জমা পড়া অর্থের উৎস এবং কোন খাতে খরচ করা হয়েছে তার বিশদ জানতে চেয়েছে ব্যাঙ্কের গোয়েন্দা শাখা।